নতুন বছরে প্রযুক্তি খাতে যেসব পরিবর্তন আসবে

 

সর্বশেষ:

নতুন বছরে প্রযুক্তি খাতে যেসব পরিবর্তন আসবে

 অনলাইন ডেস্ক

 ৩ জানুয়ারি, ২০২৪ | ৮:২৮ অপরাহ্ণ

সদ্য বিদায়ী ২০২৩ সালে আসা প্রযুক্তির উদ্ভাবন মানুষের জীবনমান শুধু সহজ করেনি বরং নতুনত্ব এনে দিয়েছে। যা আগে কেউ কল্পনাও করতে পারেনি। সে ধারাবাহিকতায় ২০২৪ সাল হবে আরও বেশি সম্ভাবনাময়। এমনটাই বলছেন খাত সংশ্লিষ্টরা। ২০২৪ সাল প্রযুক্তি দুনিয়ায় কোন কোন বিষয় বিদায়ি বছরে চ্যাটজিপিটি ও গুগল বার্ডের মতো জেনারেটিভ এআই মডেল দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। তবে, আগামী বছরে এসব মডেলের পরবর্তী প্রজন্ম বাজারে আসার সঙ্গে সঙ্গে এআই মডেলের ব্যবহার আরও বাড়বে। এছাড়া নতুন সম্ভাবনা তৈরি হবে স্বাস্থ্য, পরিবহণ ও শিক্ষা খাত নিয়ে। আর সম্ভাবনাকে কাজে লাগাতে ভারি বিনিয়োগ নিয়ে এগিয়ে আসছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

 

জেনারেটিভ এআই: উন্মুক্ত হওয়ার পর থেকেই রীতিমতো বিপ্লব নিয়ে এসেছে জেনারেটিভ এআই। প্রযুক্তি এখন সব কাজ অনায়াসে করছে, যা দীর্ঘদিন মানুষই করত। বর্তমানে কবিতা, গল্প ও প্রবন্ধ লেখা, ছবি আঁকা এবং গান তৈরিতে অনায়াসে ব্যবহার শুরু হয়ে গেছে জেনারেটিভ এআই।

Post a Comment

Previous Post Next Post